হারমোনিক প্রাইস প্যাটার্ন ট্রেডের ৩ টি ধাপ
আপনি হয়তো অনুমান করে নিয়েছেন যে, হারমোনিক প্রাইস প্যাটার্নে লাভ করতে হলে “পারফেক্ট” প্যাটার্ন চিনহিত করতে হবে এবং সেগুলো সম্পন্ন হওয়ার পরে বাই অথবা সেল করতে হবে।
হারমোনিক প্রাইস প্যাটার্ন চিনহিত করার ৩ টি প্রাথমিক ধাপ রয়েছেঃ
১ম ধাপঃ সম্ভাব্য হারমোনিক প্রাইস প্যাটার্ন খুজে বের করা
২য় ধাপঃ সম্ভাব্য হারমোনিক প্যাটার্ন পরিমাপ করা
৩য় ধাপঃ হারমোনিক প্রাইস প্যাটার্ন সম্পন্ন হলে বাই অথবা সেল করা
এসব ধাপ অনুসরন করলে, আপনি হাই প্রবাবিলিটি সেটআপ পাবেন যেগুলো আপনাকে লাভজনক ট্রেড দিতে পারে।
চলুন এগুলো চার্টে ব্যাবহার করে দেখি!
১ম ধাপঃ সম্ভাব্য হারমোনিক প্রাইস প্যাটার্ন খুজে বের করা

সম্ভাব্য একটি হারমোনিক প্রাইস প্যাটার্ন দেখা যাচ্ছে! এই পর্যায়ে আমরা নিশ্চিত না যে এটা কোন ধরনের প্যাটার্ন হবে। এটা থ্রি-ড্রাইভ হতে পারে, কিন্তু আবার ব্যাট অথবা ক্রাবও হতে পারে।
২য় ধাপঃ সম্ভাব্য হারমোনিক প্যাটার্ন পরিমাপ করা
ফিবনাচ্চি ট্যুল ব্যাবহার করে আমরা এটা নিরীক্ষা করে দেখি।

১. BC মুভ AB মুভের ০.৬১৮ রিট্রেসমেণ্ট।
২. CD মুভ BC মুভের ১.২৭২ এক্সটেনশন।
৩. AB এর দৈর্ঘ্য প্রায় CD এর দৈর্ঘ্যের সমান।
৩য় ধাপঃ হারমোনিক প্রাইস প্যাটার্ন সম্পন্ন হলে বাই অথবা সেল করা

প্যাটার্ন সম্পন্ন হলে, আপনাকে তাতে সাড়া দিতে হবে আর বাই অথবা সেল অর্ডার দিতে হবে।
এই ক্ষেত্রে, আপনি D পয়েন্টে বাই করবেন, যেটা BC মুভের ১.২৭২ এক্সটেনশন, আর স্টপ লস এন্ট্রি প্রাইসের কয়েক পিপ নীচে দেবেন।
এটা কি এতই সোজা?
একেবারেই না
হারমোনিক প্রাইস প্যাটার্নের সমস্যা হল এরা এতোই পারফেক্ট যে এগুলো চিনহিত করা অনেকটা কষ্টকর।
ধাপগুলো জানার চেয়ে, আপনার তীক্ষ্ণ নজর থাকা লাগবে সম্ভাব্য হারমোনিক প্রাইস প্যাটার্ন চিনহিত করতে এবং প্যাটার্ন সম্পন্ন হওয়ার সময় প্রচুর ধৈর্য লাগবে।