Wednesday, February 12, 2025
3.6 C
London

ডজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন

একটি ডজি হল একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যা মার্কেটের অনিশ্চয়তার ইঙ্গিত দেয়। এটি ঘটে যখন খোলার মূল্য এবং বন্ধের মূল্য খুব কাছাকাছি বা এমনকি অভিন্ন হয়, যার ফলে লম্বা উপরের এবং নীচের উইক সহ একটি ছোট বা অস্তিত্বহীন ক্যান্ডেলস্টিক বডি তৈরি হয়। ডজি তাদের চার্ট অবস্থানের উপর নির্ভর করে সম্ভাব্য রিভার্সাল বা প্রবণতা ধারাবাহিকতার সংকেত দিতে পারে।

স্টক সূচকগুলির ক্ষেত্রে, দৈনিক চার্টের চেয়ে ছোট টাইমফ্রেমে ডজি প্যাটার্ন ব্যবহার করা ভালো, যদিও দৈনিক চার্ট বেশ কয়েকটি দরকারী ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সরবরাহ করতে পারে।

আসুন 4-ঘণ্টার চার্টে ডোজির ব্যবহার দেখি।

উদাহরণস্বরূপ, 2023 সালের মে মাসে Nikkei ইনডেক্সে (JP225) একটি ডজি প্যাটার্ন দেখা গিয়েছিল। বেশ কয়েকটি ডজি প্যাটার্নের উপস্থিতির পরে, মার্কেট পূর্বের প্রবণতার দিকে অগ্রসর হতে থাকে। সুতরাং, এই ক্ষেত্রে, প্যাটার্নটি একটি প্রবণতার ধারাবাহিকতা নির্দেশ করে।

2023 সালের মে মাসে JP225 এর জন্য ডজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেমন Tradingview.com-এ দেখা গেছে।

ডজি হচ্ছে একটি নির্দিষ্ট ক্যান্ডেল এর মাধ্যমে গঠিত এক ক্যান্ডেল বিশিষ্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটি মুলত গঠিত হয় যখন মার্কেটে অবস্থিত Buyer কিংবা Seller এর কেউই যখন প্রাইসের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিতে পারেন না। অর্থাৎ, যদি ক্যান্ডেল এর হিসাবে বলি তাহলে ক্যান্ডেলটির ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস হবে একই সমান।

যদি এমন হয়, প্রাইস আপট্রেন্ডে মুভ করে কিছুক্ষণ পর এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে যেটি তখন বোঝায়, প্রাইস এর নিয়ন্ত্রণ-মার্কেটে অবস্থিত Buyer এর কাছ থেকে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ, Buyer তাদের ক্ষমতা হারাচ্ছে

অন্যদিকে, যদি এমন হয়, প্রাইস ডাউনট্রেন্ডে মুভ করে কিছুক্ষণ পর এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে যেটি তখন বোঝায়, প্রাইস এর নিয়ন্ত্রণ-মার্কেটে অবস্থিত Seller এর কাছ থেকে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ, Seller তাদের ক্ষমতা হারাচ্ছে

বেশ কিছু প্রকারের ডজি ক্যান্ডলসটিক আছে, প্রতিটির আলাদা আলাদা বৈশিষ্ট্য ও অর্থ রয়েছে। নিচে কিছু গুরুত্বপূর্ণ ডজি ক্যান্ডলসটিক তুলে ধরা হল:

১. ক্ল্যাসিক/স্ট্যান্ডার্ড/ডোজি স্টার (Classic/Standard/DojiStar): ক্ল্যাসিক ডোজি হল একটি একক ক্যান্ডেলস্টিক যা কোন স্বতন্ত্রঅর্থ বহন করে না। এই ক্যান্ডেলস্টিকের অর্থ কি তা বোঝার জন্য পূর্বের প্রাইজ মুভমেন্ট পর্যবেক্ষন করতে হয়। উদাহরন স্বরূপ, একটি আপট্রেন্ডের মধ্যে যদি একটি ক্ল্যাসিক ডোজি দৃশ্যমান হয় তবে তা বিদ্যমান আপট্রেন্ডের ধারাবাহিকতার অংশ হিসেবে বিবেচিত হতে পারে।

আবার এর বিপরীতে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে তা ডাউন ট্রেন্ডের অংশ হিসেবেও বিবেচিত হতেপারে। ক্ল্যাসিক ডোজিকে স্ট্যান্ডার্ড ডোজি (Standard Doji) ও ডোজি স্টারও (DojiStar) বলা হয়।

২. লং লেগড ডোজি (Long-Legged Doji):

‍লং লেগ ডোজি থেকে বোঝা যায় একটি ক্যান্ডলের প্রাইস যেখান থেকে শুরু হয়েছে সেখানে বা তার কাছাকাছি যায়গায় শেষ হলেও দর অনেক বেশী উঠানামা করেছে। ‍এই ডোজিকে যদি ডাউনট্রেন্ড মার্কেটের তলায় দেখতে পাওয়া যায়তবে এটি Uptrend Reversal সিগন্যাল প্রদান করে থাকে। তবে Uptrend Reversal সিগন্যাল নিশ্চিত হওয়ার জন্য ডোজি এর পরের ট্রেডটি অবশ্যই শক্তিশালী বুলিশ হতে হবে।

‍একইভাবে এই ডোজিকে যদি আপট্রেন্ড মার্কেটের চুড়ায় দেখতে পাওয়াযায় তবে এটি Downtrend Reversal সিগন্যাল প্রদান করে থাকে। তবে Downtrend Reversal সিগন্যাল নিশ্চিত হওয়ার জন্য ডোজি এর পরের ট্রেডটি অবশ্যই শক্তিশালী বিয়ারিশ হতে হবে।

৩. গ্রেভস্টোন ডোজি (Gravestone Doji):

‍এটি ড্রাগনফ্লাই ডোজির ঠিক বিপরীত। যখন কোন স্টকের ওপেনিং প্রাইজ এবং ক্লোজিং প্রাইজ সমান এবং দিনের নিন্মতম স্থানে দেখা যায় তখন গ্রেভস্টোন ডোজি গঠিত হয়ে থাকে। গ্রেভস্টোন ডোজি একটি গুরুত্বপূর্ন বিয়ারিশ ক্যান্ডেলস্টিক রিভার্সাল প্যাটার্ন।

‍এটি প্রধানত আপট্রেন্ডের শীর্ষে গঠিত হয়ে থাকে যখন আপট্রেন্ড চলাকালীন বুলিশ ট্রেডারদের সেন্টিমেন্টাল প্রেসারে প্রাইজ উর্ধ্বমুখী যাত্রা করে কিন্তু রেসিস্টেন্স এর সম্মুখীন হওয়ার পর দিনের উচ্চতম স্থান থেকে দামের নিন্মমুখী প্রবণতা বজায় রেখে ওপেনিং প্রাইজের দূর্বল সমবস্থানে যখন নিয়ে আসে তখনই গ্রেভস্টোন ডোজি নির্মিত হয়ে থাকে। এটি পরের দিনের জন্য খুব একটা পজিটিভ নয়।

৪. ড্রাগনফ্লাই ডোজি (Dragonfly Doji):

‍এটি যে দামে শুরু হয়েছে সে দামেই শেষ হয়েছে নির্দেশ করে। কিন্তু ঐদিন অনেক নিচে নেমেও পড়ে দাম ঠিকই উঠে গেছে এবং যে দামে শুরু হয়েছিল সে দামে শেষ হয়েছে। অর্থাৎ সেল প্রেসার ও বাই প্রেসার এখানে সমান।

‍ড্রাগনফ্লাই ডোজি একটি গুরুত্বপূর্ন বুলিশ ক্যান্ডেলস্টিক রিভার্সাল প্যাটার্ন। এটি প্রধানত ডাউন ট্রেন্ডের তলায় গঠিত হয়ে থাকে যখন ডাউন ট্রেন্ড চলাকালীন বিয়ারিশ ট্রেডারদের সেন্টিমেন্টাল প্রেসারে প্রাইজ নিন্মমুখী যাত্রা করে।

‍কিন্তু সাপোর্টের সম্মুখীন হওয়ার পর দিনের নিন্মতম স্থান থেকে দামের উর্ধ্বমুখী প্রবণতা বজায় রেখে ওপেনিং প্রাইজের শক্তিশালী সমবস্থানে যখন নিয়ে আসে তখনই ড্রাগনফ্লাই ডোজি নির্মিত হয়ে থাকে।

৫. ফোর প্রাইজ ডোজি (Four Price Doji):

‍ফোর প্রাইজ ডোজি হল শুধুমাত্র একটি হরাইজেন্টাল বা সমান্তরাল লাইন যার সাথে কোন ভার্টিক্যাল লাইন বা শ্যাডো থাকবে না। ফোর প্রাইজ ডোজি ক্রেতা ওবিক্রেতার সিদ্ধান্ত হীনতার প্যাটার্ন ইঙ্গিত করে থাকে।

সকল ফোর প্রাইজ ডোজি একই ধরনের হয়; ওপেন, ক্লোজ, হাই, লো সব একই হয়ে থাকে।

Rickshaw Man Doji: এটি লং-লেগড ডজি’র মত, তবে প্রাইসের শ্যাডো কম উচ্চতায় হয়। এটি নির্দেশ করে যে ইনডিসিশন থাকা সত্ত্বেও প্রাইস মুভমেন্ট ছিল সীমিত।

রিকশাও ম্যান ডজি সাধারণত কনসলিডেশন পিরিয়ডে দেখা যায় এবং এটি ট্রেন্ড রিভার্সাল বা কন্টিনিউয়েশন নির্দেশ করতে পারে, প্রেক্ষাপট এবং অন্যান্য প্যাটার্নগুলোর উপর নির্ভর করে।

এছাড়াও আরো কিছু ডজি চার্টে দেখতে পাওয়া যায়, যেমন

Neutral Doji: যেখানে ওপেনিং এবং ক্লোজিং প্রাইস প্রায় সমান থাকে, কিন্তু শ্যাডোগুলো খুব ছোট হয়। এটি সাধারণত মাইনর ইনডিসিশন নির্দেশ করে।

Southern Doji: এটি একটি বিশেষ প্যাটার্ন যা খুব রেয়ার। এটি সাধারণত এক দিনের প্রাইস মুভমেন্টে খুব ছোট থাকে এবং সাধারণত ইনডিসিশন নির্দেশ করে।

Double Doji: এটি দু’টি ধারাবাহিক ডজি দ্বারা গঠিত হয়। এটি সাধারণত একটি ব্রেকআউট বা ব্রেকডাউন সংকেত দেয়।

Hot this week

এমএসিডি বা ম্যাকডি (MACD) ইনডিকেটর

এমএসিডি (MACD), বা মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভার্জেন্স, হল একটি...

প্যারাবলিক এসএআর (Parabolic SAR)

"Parabolic" শব্দটি মূলত একটি গাণিতিক শব্দ যা প্যারাবোলা (Parabola)...

অ্যাডাপ্টিভ মুভিং অ্যাভারেজ (AMA)

যারা মুভিং এভারেজ ব্যবহার করে ট্রেড করেন তাদের জন্য...

ইন্ডিকেটর কি?

ফরেক্স ইন্ডিকেটর হল বিভিন্ন গণনাভিত্তিক উপকরণ যা ট্রেডারদের বাজারের...

পিন বার ক্যান্ডলস্টিক প্যাটার্ন

পিন বার ক্যান্ডলস্টিক প্যাটার্ন (Pin Bar Candlestick Pattern) ফরেক্স...

Topics

এমএসিডি বা ম্যাকডি (MACD) ইনডিকেটর

এমএসিডি (MACD), বা মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভার্জেন্স, হল একটি...

প্যারাবলিক এসএআর (Parabolic SAR)

"Parabolic" শব্দটি মূলত একটি গাণিতিক শব্দ যা প্যারাবোলা (Parabola)...

অ্যাডাপ্টিভ মুভিং অ্যাভারেজ (AMA)

যারা মুভিং এভারেজ ব্যবহার করে ট্রেড করেন তাদের জন্য...

ইন্ডিকেটর কি?

ফরেক্স ইন্ডিকেটর হল বিভিন্ন গণনাভিত্তিক উপকরণ যা ট্রেডারদের বাজারের...

পিন বার ক্যান্ডলস্টিক প্যাটার্ন

পিন বার ক্যান্ডলস্টিক প্যাটার্ন (Pin Bar Candlestick Pattern) ফরেক্স...

থ্রী স্টারস ইন দা নর্থ ক্যান্ডলস্টিক প্যাটার্ন

থ্রী স্টারস ইন দা নর্থ ক্যান্ডলস্টিক প্যাটার্ন হলো একটি...

থ্রী স্টার ইন দা সাউথ

থ্রী স্টারস ইন দা সাউথ: ক্যান্ডলস্টিক প্যাটার্নগুলি ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ...

ট্রেন্ড ফলোয়িং স্ট্রাটেজি: ফরেক্স ট্রেডিংয়ের একটি কার্যকরী পদ্ধতি

ফরেক্স ট্রেডিংয়ের জগতে, ট্রেন্ড ফলোয়িং স্ট্রাটেজি একটি জনপ্রিয় এবং...

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Categories

spot_imgspot_img