ডেমো অ্যাকাউন্টঃ
আপনি যদি ফরেক্স ট্রেড করতে চান তাহলে আপনাকে আগে ডেমো প্র্যাকটিস করতে হবে। ডেমো অ্যাকাউন্টে আপনি ভার্চুয়াল মানি দিয়ে ট্রেডিং প্রাকটিস করতে পারবেন। এজন্য ব্রোকাররা ডেমো ট্রেডের ব্যবস্থা রেখেছে। এই ভার্চুয়াল মানি শুধু প্র্যাকটিস করার জন্য। ডেমো একাউন্টের প্রফিট আপনি উঠাতে পারবেন না। লস হলেও কোন সমস্যা নাই। এমনকি একাউন্ট জিরো হলেও কোন সমস্যা নেই। আরেকটা ডেমো একাউন্ট খুললেই আবার নতুন করে ডলার পাবেন।
ডেমো একাউন্ট শুধুমাত্র আপনার দক্ষতাকে আরও বাড়ানোর জন্য। আপনি যত ট্রেড করবেন, আপনি তত ট্রেড শিখবেন। আপনি ভালভাবে ট্রেডিং শেখার আগে আপনার রিয়েল ট্রেড শুরু করা উচিত নয়। কারন তাহলে কিন্তু আপনার লস করার সম্ভবনাই বেশী থাকবে। তাই ডেমো ট্রেড করে আপনি যখন আপনার ট্রেডিং নিয়ে সন্তুষ্ট হবেন, তখনই শুধুমাত্র রিয়েল ট্রেড শুরু করা উচিত।
কতদিন ডেমো ট্রেডিং করা উচিত?
যতদিন না আপনি আপনার একাউন্টের ম্যাক্সিমাম ড্র-ডাউন ৫% এর মধ্যে সীমাবদ্ধ রেখে নিয়মিত একমাস ট্রেড করার পর মাস শেষে মোটা মুটি ৫-১০% প্রফিট করতে পারছেন, ততদিন ডেমো প্র্যাকটিস চালিয়ে যেতে হবে।
ডেমো ট্রেড করলে কি লাভ?
- ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে আপনি ফরেক্সের বিভিন্ন কৌশল গুলো শিখতে পারবেন
- বিভিন্ন ট্রেডিং স্ট্রাটেজি টেস্ট করতে পারবেন
- আপনার লস করার কারন গুলো চিহ্নিত করতে পারবেন এবং তা শুধরে নিতে পারবেন
- নতুন কোন EA কিংবা ইন্ডিকেটরের কার্যকারিতা পরীক্ষা করে দেখতে পারেন
- সর্বমোট আপনার ট্রেডিংকে আরও উন্নত করার জন্য ডেমো ট্রেডিং আপনাকে অনেকভাবে সাহায্য করবে।
কিভাবে ডেমো ট্রেড শুরু করবেন?
ডেমো বা রিয়েল ট্রেড করার জন্য আপনার একটি একাউন্ট খুলতে হবে। একাউন্ট খোলার জন্য নিচের লিংকে ক্লিক করুন
একটি ডেমো একাউন্ট খুলুন
লিংকে ক্লিক করার পর নিচের ছবির মতো একটা উইন্ডো আসবে।

এখানে কান্ট্রি সিলেক্ট করুন। নিচের ছবি দেখুন। কান্ট্রির ঘরে ক্লিক করলে নিচের ছবির মতো অনেক দেশ দেখাবে সেখান থেকে আপনার কান্ট্রে সিলেক্ট করুন। আপনার ডকুমেন্টে যে দেশ থাকবে সেটা সিলেক্ট করবেন।
ধরুন আপনি ইন্ডিয়ান কিন্তু থাকে দুবাইতে। আপনার দুবাইতে নাগরিকত্ব নাই, দুবাই ন্যাশনাল আইডি বা পাসপোর্ট নাই। এক্ষেত্রে আপনি দুবাই থাকলেও আপনার আপনার দেশ সিলেক্ট করবেন ইন্ডিয়া।
ধুরন আপনি ইন্ডিয়ান। আপনি কানাডায় বাস করছেন। আপনার কানাডার ন্যাশনাল আইডি বা পাসপোর্ট আছে। তাহলে আপনি কানাডা সিলেক্ট করবেন।

কান্ট্রি সিলেক্ট করার পর ইমেইলের ঘরে আপনার এমন একটি ইমেইল দিবেন যেটা আপনার কাছে সবসময় থাকবে। একাউন্ট খোলার ক্ষেত্রে ইমেইলটা খুবই গুরত্বপূর্ন। যদিও আপনি ডেমো খুলছেন কিন্তু ডেমো করা শেষ হলে এখানেই আপনি রিয়েল ট্রেডিং করতে পারবেন। তাই ইমেইল সেটাই দিবেন যেটার এক্সেস সবসময় আপনার কাছে থাকবে।

পাসওয়ার্ডের ঘরে আপনি আপনার পছন্দমতো একটি পাসওয়ার্ড দিন। মনে রাখবেন, পাওয়ার্ডে অবশ্য একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর, একটা সংখ্যা এবং একটা চিহ্ন থাকতে হবে। যেমন Pass@2025. আপনি আবার এই পাসওয়ার্ডটাই ব্যবহার করবেন না। তারপর লাল তীর চিহ্নিত ঘরে টিক মার্ক দিয়ে Continue বাটনে ক্লিক করুন।

এরপর উপরের ছবির মতো একটা উইন্ডো আসবে। অভিনন্দন… আপনার একাউন্ট খোলা হয়ে গেছে। বাম পাশের লাল তীর চিহ্নত স্থানে দেখুন আপনার দশ হাজার ডলার ফান্ড শো করছে। এটা ডেমো ফান্ড। ২য় লাল তীর চিহ্নিত নাইন ডট মেনুতে ক্লিক করুন।

নাইন ডট মেনুতে ক্লিক করলে উপরের ছবির মতো একটা উইনডো দেখাবে। এখানে Personal Area তে ক্লিক করুন।

পারসোনাল এরিয়াতে ক্লিক করার পর এমন একটা উইন্ডো আসবে। Demo তে ক্লিক করুন।

আপনার ডেমো একাউন্ট নাম্বার ব্যালেন্স শো করছে। এখন ডান পাশের থ্রী ডট মেনুতে ক্লিক করুন।

থ্রী ডট মেনুতে ক্লিক করার পর এমন একটা উইনডো দেখাবে। Account Information এ ক্লিক করুন।

আপনার বর্তমান ডেমো একাউন্টের সকল ইনফরমেশন এখানে দেখাবে। ডেমো ট্রেড করতে হলে আপনার ৩ টা ইনফরমেশন লাগবে। এখানে তীর চিহ্নত ২টা ইনফরমেশন দেখাচ্ছে ১. সার্ভার ২. লগিন আইডি বা আপনার একাউন্ট নাম্বার। ৩. আপনার একাউন্টের পাসওয়ার্ড, যেটা একাউন্ট খোলার সময় দিয়েছিলেন। যদি ভুলে যান তাহলে ১ মিনিটের মধ্যে সেটা চেঞ্জ করে নিতে পারবেন। নিচের চিত্র দেখুন।

নাইন ডট মেনুতে গিয়ে Change Trading password এ ক্লিক করুন। তারপর আপনার পছন্দমতো পাসওযার্ড সেট করে নিন।
এখন ট্রেড করার জন্য সফটওয়ার ডাউনলোড করবো। দুই ধরনের সফটওয়ার হয়। Metatrader 4 এবং Meta trader 5. আমরা এখন মেটাট্রেডার ৫ নামাবো।
ডেস্কটপ বা ল্যাপটপ এর সফটওয়ার
এন্ড্রোয়েড ফোনের সফটওয়ার
ডেমো একাউন্ট তৈরি এবং সফটওয়ার ডাউনলোড শেষ। এখন আমরা পরবর্তী আর্টকেলে শিখবো কিভাবে আপনার ট্রেডিং একাউন্ট লগিন করবেন।