Inverted Hammer প্যাটার্ন
এটি ট্রেডারদের কাছে খুবই জনপ্রিয় একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মুলত একটি ক্যান্ডেল এর মাধ্যমে এই প্যাটার্নটি গঠিত হয় এবং খুব সহজে এই প্যাটার্ন চার্টে খুঁজে পাওয়া যায়।
এটি একটি বুল্লিশ রিভার্সাল ট্রেন্ড কিংবা সহজ অর্থে যদি বলি আপট্রেন্ড এর নির্দেশ প্রদান করে থাকে।

ইনভার্টেড হ্যামার ইনভার্টেড হ্যামার সাধারণ হ্যামার প্যাটার্নের মতোই কিন্তু উল্টো হয়। মানে এর লম্বা উইকটা বডির উপরে থাকে। হ্যামারের মতো এগুলোও ডাউনট্রেন্ডের নিচেই তৈরি হয়। এ ধরনের ক্যান্ডেল তৈরি হওয়ার মানে হচ্ছে ডাউন ট্রেন্ড চলাকালীন বিক্রেতারা দাম আরো নিচে নামানোর চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে কারণ ক্রেতারা নতুন উদ্যম নিয়ে ফিরতে আরম্ভ করেছে। এবং এরকম ক্যান্ডেল তৈরি হওয়ার পর আরও ক্রেতা ফিরতে আরম্ভ করে এবং বুলিশ রিভার্সাল হবার সম্ভাবনা তৈরি হয়।
ক্যান্ডেলটি যেকোনো অর্থাৎ, বুল্লিশ কিংবা Buy অথবা বেয়ারিশ কিংবা Sell যেকোনোটিই হতে পারে। যার সিগন্যাল একই রকমের প্রদান করে।
