লেসন ১ এ আমরা ট্রেড শুরু করার আগে একবারে বেসিক বিষয়গুলো শিখবো। মনে রাখবেন ফাউন্ডেশন মজবুত না হলে যেমন একটি ভবন মজবুত হয়না, তেমনি বেসিক বিষয়গুলো ভালোমতে না জানলে আপনার ট্রেডিং স্কিল কখনোই মজবুত হবেনা। তাই ধীরে সুস্থে প্রতিটা আর্টিকেল বুঝে বুঝে পড়বেন। প্রয়োজনে বার বার পড়বেন।
- সুচনা
- ট্রেডিং কি?
- ইকুইটি ট্রেডিং কি?
- ফরেক্স ট্রেডিং কি?
- ক্রিপ্টো ট্রেডিং কি?
- ফিউচার এবং অপশন ট্রেডিং
- ট্রেড করতে কি কি দরকার হয়?
- মার্কেট বেসিক
- পিপস এবং পিপেট্স কি?
- লট এবং ভলিউম কি?
- টাইমফ্রেম কি?
- স্প্রেড, স্টপ লস এবং টেক প্রফিট
- লিভারেজ কি?
- কারেন্সি পেয়ার কি?
- কিভাবে ট্রেডে লাভ/লস হয়?
- ব্রোকার কি? ব্রোকার কয় প্রকার ও কি কি?