Wednesday, February 12, 2025
4.5 C
London

Oscillator Indicator এর মাধ্যমে কিভাবে ট্রেন্ড শেষ হয়েছে বুঝবেন?

Oscillator Indicator হচ্ছে এমন একধরনের টেকনিক্যাল টুল যা একটি নির্দিষ্ট পরিমাপণ ভ্যালু এর মধ্যে অবস্থান করে মার্কেট ট্রেন্ড সম্পর্কে ধারণা প্রদান করে থাকে। অর্থাৎ এই ধরনের ইন্ডিকেটর এর দুইটি পয়েন্ট এর মধ্যেই সবসময় অবস্থান করবে।

যদি আমরা এই দুইটি পয়েন্টকে A এবং B হিসাবে চিন্তা করে তাহলে ইন্ডিকেটর এর অবস্থান হবে A থেকে B কিংবা B থেকে A ।

এই ধরনের ইন্ডিকেটর আমাদের সরাসরি Buy কিংবা Sell সিগন্যাল প্রদান করে থাকে। যেমন Stochastic, Parabolic SAR, Relative Strength Index (RSI) হচ্ছে এই ধরনের ইন্ডিকেটর।

এই ধরনের ইন্ডিকেটর মুলত কখন প্রাইস তার ট্রেন্ড পরিবর্তন করবে সেটা বোঝার জন্য তৈরি করা হয়েছে। অর্থাৎ, প্রাইস যদি এখন আপট্রেন্ড এর মধ্যে অবস্থান করে তাহলে সে কখন ট্রেন্ড পরিবর্তন করে বিপরীত দিকে যাবে অর্থাৎ ডাউনট্রেন্ড এর দিকে সেটার নির্দেশনা প্রদান করবে।

চলুন, আমরা কিছু উধাহরন দেখে নেই।

আমরা নিচের চিত্রে যেই চার্টটি নিয়ে আলোচনা করবো সেটি আমরা আমাদের বিভিন্ন ইন্ডিকেটর নিয়ে আলোচনা সময় আপনাদের দেখিয়েছি। যদি সে সম্পর্কে মনে না থাকে তাহলে আমাদের Elementary কোর্স এর ইন্ডিকেটর  সেকশনে একটু কষ্ট করে দেখে নিবেন।

যাই হোক, নিচের চার্টে আপনার দেখতে পাচ্ছেন তিনটি ইন্ডিকেটরই আমাদের Buy এন্ট্রি দেয়ার জন্য সিগন্যাল প্রদান করেছিল এবং আমরা যদি সেই অনুযায়ী ট্রেডে এন্ট্রি নিতাম তাহলে প্রায় ৪০০ পিপ্স এর প্রফিট করতে পারতাম।

কিছুদিন পরই তিনটি ইন্ডিকেটরই (Stochastic, Parabolic SAR, এবং RSI ) আবার আমাদের এই চার্টে একটি সম্ভাব্য Sell এন্ট্রি দেয়ার সিগন্যাল প্রদান করেছে। যেখানে এন্ট্রি নিলে আমরা আরও বেশ কিছু ভালো প্রফিট করে নিতে পারতাম।

এপ্রিল মাসের মাঝ সময়ে এসে, এই তিনটি Oscillator আবার আমাদের একটি সম্ভাব্য Sell এন্ট্রির সিগন্যাল প্রদান করে এবং এর পর প্রাইস আরও কিছুটা নিচে নেমে আসতে থাকে।

এতক্ষন ধরে আপনারা তিনটি ইন্ডিকেটর এর একই সাথে কিভাবে সিগন্যাল প্রদান করে সেটা দেখলেন। চলুন এবার দেখি, যখন একই চার্টে এই তিনটি ইন্ডিকেটর বিভিন্ন রকমের ট্রেন্ড এর নির্দেশনা প্রদান করতে থাকে।

নিচের চার্টে দেখতে পাচ্ছেন, ইন্ডিকেটরগুলো একটি অন্যটির বিপরীতদিকে ট্রেন্ডের সিগন্যাল প্রদান করছে।

চার্ট অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের মাঝে এসে Parabolic SAR ইন্ডিকেটর আমাদের একটি Sell সিগন্যাল প্রদান করে যেখানে Stochastic ইন্ডিকেটর আমাদের ঠিক এর বিপরীত অর্থাৎ Buy সিগন্যাল প্রদান করেছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কোন ইন্ডিকেটর অনুযায়ী ট্রেড করবেন? অন্যদিকে RSI ইন্ডিকেটর নিউট্রাল অবস্থানে রয়েছে এবং কোনও ধরনের সিগন্যাল প্রদান করেনি।

উপরের চার্ট এর দিকে ভালো করে লক্ষ্য করুন, আপনি অনেকগুলো False Signal দেখতে পাবেন।

এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে, Stochastic এবং RSI দুইটি ইন্ডিকেটরই নতুন করে Sell সিগন্যাল প্রদান করে যেখানে Parabolic SAR ইন্ডিকেটর কোনও ধরনের ট্রেড এন্ট্রির সিগন্যাল প্রদান করেনি।

আবার মে মাসের মাঝ সময়ে, Parabolic SAR ইন্ডিকেটর নতুন একটি সেল সিগন্যাল প্রদান করে যেখানে অন্য দুইটি ইন্ডিকেটর আপনাকে বাই সিগন্যাল প্রদান করেছিল। আপনি যদি সে অনুযায়ী ট্রেডে Buy এন্ট্রি গ্রহন করতেন তাহলে বেশ কিছু পরিমাণ লস এর সম্মুখীন হতে হত।

এখন প্রশ্ন হচ্ছে, এরকম কেন হচ্ছে?

এর উত্তর- এক একটি ইন্ডিকেটর এর ক্যালকুলেশন এক এক রকমের হয়ে থাকে। যার ফলে সিগন্যালের ক্ষেত্রে ভিন্নতা দেখতে পান।

Stochastic ইন্ডিকেটর মুলত একটি নির্দিষ্ট টাইমফ্রেমে প্রাইসের সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভ্যালু ক্যালকুলেট করে কাজ করে।

Relative Strength Index (RSI) ইন্ডিকেটর কাজ করে, আগের ক্যান্ডেল এর ক্লোজ প্রাইস এবং পরবর্তী ক্যান্ডেল এর প্রাইস এর উপর ভিত্তি করে।

যেখানে, Parabolic SAR ইন্ডিকেটর কাজ করে, তার নিজস্ব ক্যালকুলেশনের মাধ্যমে যার কারণে আমরা সিগন্যাল এরভিন্নতা দেখতে পাই।

Oscillator Indicator এর কাজ করার ধরণ মুলত এটাই। আপনি যখন ট্রেড করার জন্য এই ধরনের লিডিং ইন্ডিকেটর ব্যাবহার করবেন তখন এই ধরনের সিগন্যাল এড়ানোর কোনও অপশন নেই।

Hot this week

এমএসিডি বা ম্যাকডি (MACD) ইনডিকেটর

এমএসিডি (MACD), বা মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভার্জেন্স, হল একটি...

প্যারাবলিক এসএআর (Parabolic SAR)

"Parabolic" শব্দটি মূলত একটি গাণিতিক শব্দ যা প্যারাবোলা (Parabola)...

অ্যাডাপ্টিভ মুভিং অ্যাভারেজ (AMA)

যারা মুভিং এভারেজ ব্যবহার করে ট্রেড করেন তাদের জন্য...

ইন্ডিকেটর কি?

ফরেক্স ইন্ডিকেটর হল বিভিন্ন গণনাভিত্তিক উপকরণ যা ট্রেডারদের বাজারের...

পিন বার ক্যান্ডলস্টিক প্যাটার্ন

পিন বার ক্যান্ডলস্টিক প্যাটার্ন (Pin Bar Candlestick Pattern) ফরেক্স...

Topics

এমএসিডি বা ম্যাকডি (MACD) ইনডিকেটর

এমএসিডি (MACD), বা মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভার্জেন্স, হল একটি...

প্যারাবলিক এসএআর (Parabolic SAR)

"Parabolic" শব্দটি মূলত একটি গাণিতিক শব্দ যা প্যারাবোলা (Parabola)...

অ্যাডাপ্টিভ মুভিং অ্যাভারেজ (AMA)

যারা মুভিং এভারেজ ব্যবহার করে ট্রেড করেন তাদের জন্য...

ইন্ডিকেটর কি?

ফরেক্স ইন্ডিকেটর হল বিভিন্ন গণনাভিত্তিক উপকরণ যা ট্রেডারদের বাজারের...

পিন বার ক্যান্ডলস্টিক প্যাটার্ন

পিন বার ক্যান্ডলস্টিক প্যাটার্ন (Pin Bar Candlestick Pattern) ফরেক্স...

থ্রী স্টারস ইন দা নর্থ ক্যান্ডলস্টিক প্যাটার্ন

থ্রী স্টারস ইন দা নর্থ ক্যান্ডলস্টিক প্যাটার্ন হলো একটি...

থ্রী স্টার ইন দা সাউথ

থ্রী স্টারস ইন দা সাউথ: ক্যান্ডলস্টিক প্যাটার্নগুলি ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ...

ট্রেন্ড ফলোয়িং স্ট্রাটেজি: ফরেক্স ট্রেডিংয়ের একটি কার্যকরী পদ্ধতি

ফরেক্স ট্রেডিংয়ের জগতে, ট্রেন্ড ফলোয়িং স্ট্রাটেজি একটি জনপ্রিয় এবং...

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Categories

spot_imgspot_img