পিভট পয়েন্ট হলো একটি টুল যা ট্রেডারদের সাপোর্ট এবং রেজিস্টেন্স স্তর বুঝতে সাহায্য করে। এটি আগের দিনের সর্বোচ্চ দাম, সর্বনিম্ন দাম এবং বন্ধের দাম যোগ করে গড় বের করার মাধ্যমে হিসাব করা হয়।
মার্কেট প্রাইস অ্যাকশন বোঝার জন্য পিভট, ট্রেডিং জগতের অনেক জনপ্রিয় একটি মাধ্যম। এটি ট্রেডারকে মার্কেট প্রাইসের সম্ভাব্য মুভমেন্ট সম্পর্কে ধারনা প্রদান করে থাকে। যেমন আপনি কোথায় BUY অথবা SELL এন্ট্রি গ্রহন করবেন, প্রাইসের রিভার্সাল পয়েন্ট (যেখানে গিয়ে প্রাইস বিপরীত দিকে ফিরে আসে) চিহ্নিত করার জন্য ট্রেডাররা পিভট পয়েন্ট ব্যাপকভাবে ব্যবহার করে থাকেন।
শর্ট-টার্ম ট্রেডার যারা আছেন, তারা প্রধানত ছোট প্রাইস মুভমেন্টের থেকে প্রফিট করার জন্য পিভট সবচেয়ে বেশী ব্যবহার করে থাকেন। সাধারণ ফরেক্স সাপোর্ট এবং রেসিসটেন্স এর মতই, ট্রেডাররা বাউন্স ট্রেড কিংবা ব্রেকআউট ট্রেডিং করার জন্য এই পিভট লেভেলগুলো ব্যবহার করে থাকেন।
রেঞ্জ-বাউন্ড ট্রেডাররা, রিভার্সাল পয়েন্ট নির্দেশ পাওয়ার জন্য পিভট লেভেলগুলো ব্যাবহার করে থাকেন। তারা চার্টে পিভট লেভেলগুলো খুজে Buy/Sell এন্ট্রি নিয়ে থাকেন।

ব্রেকআউট ট্রেডাররা, লেভেল ভাঙতে পারে এমন স্থান চিহ্নিত করার জন্য পিভট ব্যবহার করে থাকেন। এরা একটি নির্দিষ্ট লেভেল ভাঙার জন্য অপেক্ষা করে থাকেন।
পিভট, ট্রেডিং চার্টকে কয়েকটি সেকশনে ভাগ করে থাকে। মাঝের পয়েন্টটি হল পিভট পয়েন্ট (PP)। পিভট পয়েন্টের উপরে প্রাইস থাকলে, মার্কেট বুল্লিশ (মার্কেটের গতিবিধি ঊর্ধ্বমুখী) এবং পিভট লেভেলের নিচে প্রাইস থাকলে, মার্কেট বিয়ারিশ (মার্কেটের গতিবিধি নিম্নমুখী)।
- R1, R2 এবং R3 হল রেসিসটেন্স লেভেল এবং এটি পিভট লেভেলের (PP) উপরে থাকে।
- S1, S2 এবং S3 হল সাপোর্ট লেভেল এবং এটি পিভট লেভেলের (PP) নিচে থাকে।

এখানে,
PP = Pivot point (পিভট পয়েন্ট)
S = Support (সাপোর্ট)
R = Resistance (রেসিসট্যান্স)
কেন এটি দরকার?
ধরুন, আপনি বাজারে পণ্য কিনবেন বা বিক্রি করবেন। কিন্তু জানেন না যে দাম কীভাবে পরিবর্তিত হতে পারে। পিভট পয়েন্ট আপনাকে একটি ধারণা দেয়:
- যদি দাম পিভট পয়েন্টের উপরে থাকে, তাহলে ধরে নিন দাম বাড়তে পারে।
- আর যদি নিচে থাকে, তাহলে দাম পড়ে যেতে পারে।
কাদের জন্য দরকার?
যারা শেয়ারবাজার, ফরেক্স বা ক্রিপ্টোতে বিনিয়োগ করেন, তাদের জন্য এটি খুবই প্রয়োজনীয়। এটি বাজারের গতিবিধি আগে থেকে বুঝতে সাহায্য করে এবং সিদ্ধান্ত নিতে সহজ করে।
কিভাবে ক্যালকুলেট করবেন?
আপনার কোনও ধরনের গাণিতিক সূত্র ব্যবহার করার দরকার নেই। মেটাট্রেডার চার্টে খুব সহজেই আপনি পিভট পয়েন্ট যোগ করে নিতে পারেন। অথবা, আপনার সুবিধার জন্য আমারা এখানে একটি পিভট-ক্যালকুলেটর দিয়েছি এটি ব্যাবহার করে সহজেই পিভট লেভেল গুলোকে বের করে নিতে পারেন।
এছাড়া আপনি চাইলে আমাদের থেকে একটি ইন্ডিকেটর নিতে পারেন যা আপনাকে সয়ংক্রিয়ভাবে পিভট পয়েন্ট এবং সাপোর্ট রেজিসটেন্স একে দিবে। আমাদের সাথে যোগাযোগ করতে Contact Us পেজে যান।