প্রো ট্রেডারস হাব ট্রেডিং স্কুলে আপনাদের স্বাগতম। প্রফেশনাল ট্রেডার হতে হলে আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। এই পড়াশোনাকে সহজ এবং শর্টকাট করার জন্যই প্রো ট্রেডারস হাব ট্রেডিং স্কুল আপনাদের সর্বাত্মক সহযোগীতা করবে। এই লেসনগুলো অধ্যায়নের মাধ্যমে আপনি শেয়ার মার্কেট, ফরেক্স, স্টক, কমোডিটি এবং ক্রিপ্টো ট্রেডিং এ মার্কেট এনালাইসিস করতে পারবেন। দিন দিন আপনি হয়ে উঠবেন একজন প্রফেশনাল ট্রেডার।
এখটি লেসন শেষ না করে অন্য লেসনে যাবেন না। এটা পরিক্ষার প্রস্তুতির জন্য পরশোনা নয়। তাই এখানে সিলেবাস থেকে কমানোর বা কমন পড়ার মতো করে শর্টকার্ট করার সুযোগ নেই। এটা আপনার জিবিকার জন্য পড়াশোনা। তাই এখানে একটা বিষয়ে বাদ দিয়ে গেলে হয়তো এটাই আপনার ব্যবসার লসের কারন হতে পারে।
সতর্কতা/Warning
প্রো ট্রেডার হাব ডট কম কাউকে ইকুইটি/ফরেক্স/ক্রিপ্টো ট্রেডিংয়ে অনুপ্রাণিত বা উতসাহিত করেনা। যারা বর্তমানে ট্রেডিং করছে এবং যারা নিজ থেকে ট্রেডিং এ আগ্রহী হয়ে অনলাইনে এ বিষয়ে স্টাডি করছেন Protradershub.com শুধুমাত্র তাদের জন্যই । অনলাইন ইকুইটি/ফরেক্স/ক্রিপ্টো ট্রেডিং একটি ব্যবসা এবং উচ্চ লিভারেজ নিয়ে ট্রেড করলে তাতে যথেষ্ট ঝুকি রয়েছে। যারা এ বিষয়ের যাবতীয় ঝুকি সম্পর্কে সচেতন এবং বর্তমানে ট্রেডিং করছেন, Protradershub.com শুধুমাত্র তাদের ট্রেড শেখা এবং উন্নত ট্রেডিংয়ের জন্য সহযোগিতা প্রদান করার চেষ্টা করে। ফরেক্স/ক্রিপ্টো সম্পর্কে কোন লোভনীয় বিজ্ঞাপনে প্রতারিত হবেন না। প্রো ট্রেডার হাব ডট কম কাউকে ১০০% লাভের মিথ্যা স্বপ্ন দেখায়না, বরং ফরেক্স/ক্রিপ্টো ট্রেডিংয়ের পথে যাবতীয় সম্ভাব্য ঝুঁকিগুলো তুলে ধরে আপনাকে যোগ্য ট্রেডার হিসেবে তৈরি হতে সাহায্য করে। প্রতিটি ইনভেস্টমেন্ট ব্যাবসাই ঝুঁকিপূর্ণ। এমনকি মানি ম্যানেজমেন্ট না করলে আপনার সম্পূর্ন বিনিয়োগ হারানোর প্রচুর ঝুকি রয়েছে। আপনার লস করার সামর্থ্য না থাকলে বিনিয়োগ করা উচিত নয়।
যতদিন না আপনি ভালভাবে ট্রেড শিখছেন এবং দীর্ঘদিন ডেমো প্র্যাকটিস করে নিয়মিত ভাল পারফরম্যান্স করতে না পারছেন.. ততদিন পর্যন্ত কোনভাবেই রিয়েল ট্রেডে যাওয়া উচিত নয়।