এই ধরণের ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিতে- একটি Long Upper Shadow, একটি Long Lower Shadow থাকবে এবং এদের বডি (Body) হবে আকারে ছোট। এই ধরণের প্যাটার্ন, মার্কেটে প্রাইসের অনিশ্চয়তা বুঝিয়ে থাকে অর্থাৎ প্রাইস যেকোনো একদিকে মুভ করতে পারে। সেটা Buyer এর দিকে হতে পারে কিংবা Seller এর দিকেও হতে পারে

বডি এর আকার নির্দেশ করবে, মার্কেটে প্রাইসের মুভমেন্ট এর ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইস খুবই কাছাকাছি হবে। Shadow নির্দেশ করে, মার্কেটে অংশগ্রহণকারী বাইয়ার কিংবা সেলার কেউই প্রাইসকে তাদের নিজেদের পক্ষে নিয়ে আসতে সক্ষম হচ্ছে না।
যদিও এই ধরণের প্যাটার্নে, প্রাইস এর ওপেন এবং ক্লোজ এর অংশ খুব ছোট হয় তারপরও প্রাইসের মুভমেন্ট অনেক বেশী পরিমাণ থাকে। বাইয়ার এবং সেলার কেউই প্রাইসকে তাদের পক্ষে নিতে পারেন না যার কারনে ক্যান্ডেল এর বডি হয় অনেক ছোট।

বৈশিষ্ট্য
- যদি এই Spinning Top একটি আপট্রেন্ড এর সময় গঠিত হয়, এর অর্থ হচ্ছে মার্কেটে যথেষ্ট পরিমাণ বাইয়ার (Buyer) নেই যার কারনে প্রাইস সাময়িকভাবে কিছুটা বিপরীতদিকে নেমে আসতে পারে।
- যদি এই Spinning Top একটি ডাউনট্রেন্ড এর সময় গঠিত হয়, এর অর্থ হচ্ছে মার্কেটে যথেষ্ট পরিমাণ সেলার (Seller) নেই যার কারনে প্রাইস সাময়িকভাবে কিছুটা বিপরীতদিকে উঠে যেতে পারে।