Wednesday, February 12, 2025
4.5 C
London

কিভাবে নিউজ বুঝবেন?

ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো। কিন্তু কিছুই তো বুঝিনা। নিউজ দেখে এর প্রাইসের মুভমেন্ট থেকে মেন্টাল হয়ে যাচ্ছি।
ফান্ডামেন্টাল অ্যানালাইসিস – করলেও প্যারালাইসিস, না করলেও প্যারালাইসিস।


আমরা আপনাকে কিছু বেসিক জিনিস বোঝার জন্য সাহায্য করতে পারি।

এই স্ক্রীনশটটি দেখুনঃ

প্রথমে আমরা Formula টি দেখবো।

Halifax HPI m/m এই নিউজের ক্ষেত্রে Formula হলঃ
Actual > Forecast = Good for currency

এখন আমরা জানবো Actual, Forecast এবং Previous কি?

এই স্ক্রীনশটে দেখুন Previous 0.2%. তারমানে হল এর আগে যখন নিউজটি পাবলিশ হয়েছিল, তখন রেসাল্ট (actual) এসেছিল 0.2%.
Forecast দিয়ে বোঝায় এবার ধারনা করা হচ্ছে যে নিউজটির রেসাল্ট 0.5% আসতে পারে। আর Actual হল এবার যে ফলাফল আসবে।
Actual এ এবার যে ফলাফল আসবে, তা পরবর্তী নিউজে Previous হিসেবে গণ্য হবে।

এখন আমরা আবার আমাদের ফরমুলায় ফিরে আসি। এখানে বলা হয়েছে, Actual > Forecast = Good for currency.
এটা GBP বিষয়ক নিউজ। তারমানে এবারের Actual এর ফলাফল Forecast (0.5%) থেকে বেশী হলে তা GBP এর জন্য ভাল।
আর যদি Actual এর ফলাফল Forecast থেকে খারাপ আসে, তবে তা GBP এর জন্য খারাপ।

এখানে এবার Actual এসেছে -1.2%. তারমানে Actual < Forecast. তারমানে Bad for currency (GBP).
সুতরাং, এখানে এই ফরমুলা কাজ করবে,

Actual > Forecast = Good for currency
Actual < Forecast = Bad for currency

এখানে, GBP এর Bad for currency আসায় GBP এর জন্য খারাপ নিউজ। তাই GBP এর পেয়ারগুলোতে এর ইফেক্ট পড়বে। যেমন, GBPUSD কমতে পারে, EURGBP বাড়তে পারে ইত্যাদি। কিন্তু সবসময় যে নিউজ এর ইফেক্ট হয় তা কিন্তু নয়, অনেক সময় বিপরীত ইফেক্টও হয়ে থাকে।

Hot this week

এমএসিডি বা ম্যাকডি (MACD) ইনডিকেটর

এমএসিডি (MACD), বা মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভার্জেন্স, হল একটি...

প্যারাবলিক এসএআর (Parabolic SAR)

"Parabolic" শব্দটি মূলত একটি গাণিতিক শব্দ যা প্যারাবোলা (Parabola)...

অ্যাডাপ্টিভ মুভিং অ্যাভারেজ (AMA)

যারা মুভিং এভারেজ ব্যবহার করে ট্রেড করেন তাদের জন্য...

ইন্ডিকেটর কি?

ফরেক্স ইন্ডিকেটর হল বিভিন্ন গণনাভিত্তিক উপকরণ যা ট্রেডারদের বাজারের...

পিন বার ক্যান্ডলস্টিক প্যাটার্ন

পিন বার ক্যান্ডলস্টিক প্যাটার্ন (Pin Bar Candlestick Pattern) ফরেক্স...

Topics

এমএসিডি বা ম্যাকডি (MACD) ইনডিকেটর

এমএসিডি (MACD), বা মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভার্জেন্স, হল একটি...

প্যারাবলিক এসএআর (Parabolic SAR)

"Parabolic" শব্দটি মূলত একটি গাণিতিক শব্দ যা প্যারাবোলা (Parabola)...

অ্যাডাপ্টিভ মুভিং অ্যাভারেজ (AMA)

যারা মুভিং এভারেজ ব্যবহার করে ট্রেড করেন তাদের জন্য...

ইন্ডিকেটর কি?

ফরেক্স ইন্ডিকেটর হল বিভিন্ন গণনাভিত্তিক উপকরণ যা ট্রেডারদের বাজারের...

পিন বার ক্যান্ডলস্টিক প্যাটার্ন

পিন বার ক্যান্ডলস্টিক প্যাটার্ন (Pin Bar Candlestick Pattern) ফরেক্স...

থ্রী স্টারস ইন দা নর্থ ক্যান্ডলস্টিক প্যাটার্ন

থ্রী স্টারস ইন দা নর্থ ক্যান্ডলস্টিক প্যাটার্ন হলো একটি...

থ্রী স্টার ইন দা সাউথ

থ্রী স্টারস ইন দা সাউথ: ক্যান্ডলস্টিক প্যাটার্নগুলি ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ...

ট্রেন্ড ফলোয়িং স্ট্রাটেজি: ফরেক্স ট্রেডিংয়ের একটি কার্যকরী পদ্ধতি

ফরেক্স ট্রেডিংয়ের জগতে, ট্রেন্ড ফলোয়িং স্ট্রাটেজি একটি জনপ্রিয় এবং...

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Categories

spot_imgspot_img