আমরা ট্রেডিং এর ব্যসিক সম্পর্কে অনেক কিছুই জেনেছি। ডেমো অ্যাকাউন্টও ওপেন করেছি। এখন আমরা ট্রেড শুরু করব। কিভাবে আমরা একটি ট্রেড ওপেন করে তা ক্লোজ করতে পারি তা এই আর্টিকেলে আলোচনা করা হবে।
ডেস্কটপ/ল্যাপটপে ট্রেডিং
প্রথমেই আমরা ডেস্কটপ বা ল্যাপটপে কিভাবে ট্রেড করবে সেটা দেখিয়ে দেবো। তারপর এন্ড্রয়েড ফোনের টা দেখাবো।
আপনারা ইতিমধ্যে মেটাট্রেডারও নামিয়ে ফেলেছেন। এখন মেটাট্রেডার ৫ ইনস্টল করে নিন এবং আপনার ডেমো একাউন্ট লগিন করে নিন। কিভাবে ইন্সটল করবেন সেটা যদি না জানেন তাহলে নিচের আর্টিকেলটি দেখুন।
কিভাবে মেটাট্রেডার ৫ ইনস্টল করবেন?
এখানে আপনি দুই ভাবে ট্রেড ওপেন করতে পারবেন। Buy এবং Sell. Buy ট্রেড ওপেন করলে মার্কেট উপরে গেলে আপনার লাভ হবে। Sell ট্রেড ওপেন করলে মার্কেট নিচে গেলে আপনার লাভ হবে। ট্রেড যতক্ষন ওপেন থাকবে ততক্ষন লাভ বা লস হতে থাকবে। প্রফিট নিয়ে ট্রেড থেকে বেড়িয়ে যেতে চাইলে ট্রেড টি Close করতে হবে। লস অবস্থায়ও ট্রেড ক্লোজ করা যায়।
কিভাবে ট্রেড ওপেন করেন যেটা নিচের ছবিতে দেখুন।

New অর্ডারে ক্লিক করে Buy এ ক্লিক করলে Buy ট্রেড ওপেন হবে। Sell বাটনে ক্লিক করলে Sell ট্রেড ওপেন হবে।


ট্রেড টি ক্লোজ করতে চাইলে ট্রেডের উপর (তীর চিহ্নিত স্থানে) ডাবল ক্লিক করে হলুদ কালার ক্লোজ বাটনে ক্লিক করুন। ব্যস আপনার একটি ট্রেড সম্পূর্ন হলো।